স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী ব্রীজ সংলগ্ন ঘোনার পাড়া এলাকায় বনভূমির ভেতরে লাকড়ি কুড়ানোর অভিযোগে নারীসহ ২জনকে পাশ্ববর্তী লামা থানা এরিয়ার আড়াইমাইল কবিরের দোকান নামক এলাকার বসতবাড়ি থেকে ধরে রিংভং বনবিট অফিসে নিয়ে গিয়ে নারীর শ্লীলতাহানিসহ অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি নির্যাতন-মারধর চালিয়েও শেষ হয়নি, উল্লেখিত ২জনসহ ৪জনের নামে বন আইনে মামলা দিয়ে দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতেও পাঠিয়েছে। এমন নির্যাতনের করুণ বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে ১ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ঘটিকার দিকে।
অভিযোগে জানাগেছে, বনে বে-আইনীভাবে অনুপ্রবেশ করত: বিবিধ গাছ কর্তন এবং পাচারের চেষ্টা জনিত অপরাধে ফাঁসিয়াখালী বিটের রিংভং মৌজার সংরক্ষিত বনভূমিতে লাকড়ি কোড়ানোর জন্য গেলেও কথিত গাছ কাটার অভিযোগে বন আইন ১৯২৭ (২০০০ সনে সংশোধিত) এর ২৬(১)(খ), ২৬ (১ক)(খ)(ঘ) ধারামতে ৪জনের নামে মামলাটি করেন ফাসিয়াখালী রিংভং বনবিট কর্মকর্তা (ফরেস্টার) মুহাম্মদ খসরুল আমিন। বন আইনে মামলা নং বন ১৩ এফবি, ৫৭ এফকে ২০২৪-২৫ দায়ের করেন। এতে আসামি করা হয়েছে; চকরিয়ার সীমান্তবর্তী পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের আড়াইমাইল, কবিরের দোকান নামক এলাকার সফিক আলমের পুত্র রিফাত ( ২৫), নূর মোহাম্মদের পুত্র সাইফুল ইসলাম প্র: বাবু (৩৫), বশির আহাম্মদের পুত্র সালাউদ্দিন (৩৩ ), ফরিদ আলমের স্ত্রী মিনুয়ারা ( ২৮)কে। ঘটনার সাথে কোন ধরনের সম্পৃক্ততা না থেকেও কতিপয় মহল ও পারিবারিক কিছু পূর্ব শত্রুর কারনে বনবিভাগের সাথে অবৈধ লেনদেনে আসামি করা হয়েছে উচিতরবিল ভূমিহীন সবাই সমিতি লিমিটেড রেজি: নং ২২১৮/১৬ এর নির্বাচিত সভাপতি বশির আহাম্মদের পুত্র সালাউদ্দিনকে। ঘটনায় বনবিভাগের পক্ষে যাকে দা কাড়াকাড়িতে আহত দেখানো হয়েছে, তিনিও বলেছেন আসামী সালাউদ্দিন মোটেও জড়িত ছিলেননা, ঘটনাস্থলেও ছিলেন না। এনিয়ে সমিতির লোকজনসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে সন্তানের তুচ্ছ অপরাধে মা (ফরিদ আলমের স্ত্রী) মিনুয়ারা ( ২৮)কে ফরেষ্ট বিটে ধরে নিয়ে গিয়ে পরিদেয় কাপড় টানা-হেচড়া করে ছিড়ে খুলে শ্লীলতাহানি সহ মারাত্মক নির্যাতন করেছে ফরেষ্ট বিটের লেলিয়ে দেয়া লোকজন।
বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানাগেছে, বনভূমির ভেতরে গাছ কাটার অভিযোগে ২জন আটক ও ৪জনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। নিরপরাধ কেউ আসামি হয়ে থাকলে আদালতে স্বরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc