আজ, মঙ্গলবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)চকরিয়া উপজেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)চকরিয়া উপজেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।

একেএম রিদওয়ানুল করিম ঃ

শনিবার সন্ধা ৬ ঘটিকায় চকরিয়ার স্থানীয় হোটেল সাম্পান রেষ্টুরেন্ট হলরুমে চকরিয়ার পাহাড় কাটা,বালি উত্তোলন,তামাক চাষ,প্যারাবন নিধন,ভয়াবহ পরিবেশ বিপর্যয় ও মাতামুহুরি নদী দখল দূষণ রোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রধান এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) চকরিয়া মোহাম্মদ এরফান উদ্দিন,আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাব এর সভাপতি ও ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) এর কক্সবাজার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর যুগ্ন আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন। চুনতি রক্ষায় আমরা এর আহবায়ক সানজিদা রহমান,পরিবেশবীদ মো: হাসান,রমজান আলী সিকদার।