আজ, বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ৩ ডিসেম্বর ২০২৪ইং সকালে ৩৩ তম আন্তর্জাতিক এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের। দিবসটি উদযাপনে সকালে র্র্যালী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৈয়ব হোসেন , এস এ আর পিভির আঞ্চলিক পরিচালক কাজী মাসুদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, ব্রেকিং ইন দ্যা নিউজ এর মিফতাপুল জান্নাত প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকলের প্রচেষ্টায় প্রত্যেক প্রতিবন্ধীকে মূল স্রোত ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসের প্রতিপাদ্যের সাথে একমত পোষণ করেন। প্রত্যেক প্রতিবন্ধীকে স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রত্যেকটি কাজে যাতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রতিবন্ধীদের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন