আজ, বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া পৌর এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে ইউএনও’র ভ্রাম্যমান আদালত পরিচালনা

নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

চকরিয়া পৌরসভা এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিং ও অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির ও যারা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভুইয়া, পৌর সচিব মাসউদ মোর্শেদসহ পৌরসভা কর্তৃপক্ষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চকরিয়ার প্রতিনিধিগন।