আজ, বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



নিরক্ষরমুক্ত জাতি গঠন ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুণগত মানসম্মত পাঠদানে সবাইকে এগিয়ে আসার আহবান ইউএনও’র

৩ই ডিসেম্বর বিকাল ২টায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ২৭টি মাদরাসার সমন্বয়ে গঠিত অধ্যক্ষ-সুপার, শিক্ষক পরিষদ এর নেতৃবৃন্দ। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার – মোঃ নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার নিরক্ষরমুক্ত জাতি গঠন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুণগত ও মানসম্মত পাঠদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং পাশাপাশি চারিত্রিক গুণাবলী অর্জনে স্ব-স্ব অর্পিত দায়িত্ব যথাযথ পালনে অনুরোধ করেন।
পরে সংগঠনের পক্ষে সভাপতি অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ কবির হোছাইন ও সম্পাদক সুপার মাওঃ নাছির উদ্দিন সহ কমিটির সদস্য প্রতিষ্ঠান প্রধানরা ইউএনও মহোদয়কে ক্রেষ্ট তুলে দেন।