কফিল উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা চকরিয়া সরকারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বাদে আসর অনুষ্ঠিত গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন হেলালী। তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণসহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়াা পৌরসভা বিএনপি নেতা এ এম. আলী আকবর, কক্স টিভি সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোবরক হাসান জিহান, সাঈদ হাসান, শামসুল আলম সাঈদী, মাহমুদুল করিম আনাছসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc