আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



বিএনপি-জামাতের সহিংসতা, নৈরাজ্য ও হত্যাযজ্ঞের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন বার্তা দিতে অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজার নেতৃত্বে শান্তি মিছিল ও বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

রিদওয়ান ঃ

বিএনপি-জামাতের সহিংসতা, নৈরাজ্য ও বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজার নেতৃত্বে শান্তি মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বিকাল  ৩ ঘটিকার সময় শোভাযাত্রায় কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক  নেতাকর্মীর অংশ নেন।

মোটর সাইকেল শোভাযাত্রা শহরের বাহার ছড়া থেকে শুরু হয়ে কলাতলী, কলাতলী থেকে বাস টার্মিনাল হয়ে প্রধান সড়ক দিয়ে বাজার ঘাটা হয়ে লালদিঘিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সর্বশেষ বাহার ছড়া এসে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দরা  বিএনপির অবৈধ হরতাল ও অবরোধ বিরোধী স্লোগান দেন।