আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



জুভেনাইল ভয়েস ক্লাবের সপ্তাহ ব্যাপী নার্সারী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ঃ
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহি যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যােগে ও সার্বিক ব্যবস্থাপনায় যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহযোগীতায় যুব সমাজকে বেকারত্ব ঘোচাতে ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পারিবারিক নার্সারী বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর বিকাল ৩ ঘঠিকায় কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে যুব ভবন সম্মেলন কক্ষে ক্লাবের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা প্রধান কার্যলয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদির। কক্সবাজার সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হুমায়র কবির ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. সায়েম উদ্দিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ এনামুল হক কাদেরী, উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, প্রশিক্ষণ কর্মশালার প্রধান সমন্বয়কারী জুভেনাইল ভয়েস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম. রিদওয়ানুল করিম, অর্থ সম্পাদক খোরশেদুল আলম, সদস্য মোঃ ইব্রাহিম, এস.এম.ডি. মনির মিয়া, সাংবাদিক মিজানুর রহমান ও সরওয়ার সাকিব সহ ক্লাবের ৬০ জন যুবক ও যুব মহিলা প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।