আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



লিংক রোড দক্ষিণ মহুরি পাড়ার প্রবিণ মুরুব্বি ঈসমাইল আলম আর নেই

নিজস্ব প্রতিবদক ঃ

লিংক রোড দক্ষিণ মহুরি পাড়া স্থানীয় বাসিন্দা (সিকদার মার্কেটের পেছনে) মরহুম মাষ্টার ছৈয়দুর রহমান এর কনিষ্ঠ পুত্র, আইনজীবী সহকারী নূর হোসেনের আব্বাজান আজ ২৫ আগষ্ট বিকাল ৩ টা ৩০ মিনিটে নিজ পরিবারে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে মরহুমের বয়স ছিল ৭৫, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মরহুমের পুত্র জুভেনাইল ভয়েস ক্লাবের সদস্য মোঃ নাছির জানান মরহুম মোঃ ঈসমাইল আলম মৃত্যুকালে ১ স্ত্রী ও ৬ সন্তানসহ অনেকগুলো গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২৬ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় মনু মহুরি পাড়া কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রবীন মুরব্বির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি একেএম রিদওয়ানুল করিম।