আজ, মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ার ঢেমুশিয়াতে মায়ের অংশের ওয়ারিশি জমি কেড়ে নিতে বোনের শতাধিক কেটেছে ভাই

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ার মায়ের অংশের ওয়ারিশিসূত্রে প্রাপ্ত জমি কেড়ে নিতে বোনের লাগানো লক্ষাধিক টাকা মূল্যে প্রায় শতাধিক কেটেছে নিয়েছে আপন সহোদর। উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড
মাঝেরডিয়া গ্রামে ২৭ জুলাই সকাল ১০টায় ঘটেছে এ ঘটনা
অভিযোগে জানাগেছে, ঢেমুশিয়া ইউনিয়নের
মাঝেরডিয়া গ্রামে খুইল্যা মিয়ার পুত্র কাইছার হামিদের ভোগ দখলীয় ছড়ানদী লাগোয়া প্রায় দেড়কানি পরিমাণে জমি রয়েছে। যাতে দীর্ঘকাল ধরে বসতবাড়ি নির্মাণ, কৃষি ও মৎস্য চাষাবাদ এবং বৃক্ষাদি রোপনসহ পরিচর্জা করে আসছেন। জমির সীমানায় ম্যালেরিয়া (ইউক্যালিপটাস) গাছের চারা রোপন করেন। বর্তমানে গাছের আকৃতিও অনেক বড় হয়েছে। অপরদিকে ভোগ দখলীয় জমির সীমানা লাগোয়া তার স্ত্রী শামসুন নাহারের মাতা আমেনা খাতুনের অংশ থেকে ওয়ারিশি সূত্রে ২টি দাগ মিলে ৩৮ কড়া জমি প্রাপ্ত হন। ওই জমি পারিবারিক সমঝোতার ভিত্তিতে দখলও বুঝিয়ে দেন। কিন্তু ওই জমি দখল ছেড়ে না দেয়ার অপকৌশলে স্ত্রী শামসুন নাহারের আপন ভাই অর্থাৎ রহিম বক্সু পুত্র বিএনপি নেতা জয়নাল আবেদীন ও ভাতিজি জামাই অর্থাৎ শাহ আলমের পুত্র যুবদল নেতা বদিউল আলমের নেতৃত্বে ২৭ জুলাই সকাল ১০ঘটিকার দিকে সন্ত্রাসী বাহিনী নিয়ে জমির মাথা খিলায় লাগোয়া প্রায় ৮০-৯০টি ম্যালেরিয়া গাছ কেটে লুট করে। মূলতঃ স্ত্রী শামসুন নাহারের মাতা আমেনা খাতুনের অংশ থেকে প্রাপ্ত জমি চাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ন্যাক্কারজনক এ ঘটনা করেছে। এনিয়ে ভুক্তভোগী বোন শামসুন নাহার মায়ের অংশের প্রাপ্য জমি উদ্ধারসহ গাছ কেটে নেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।