আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



শপথ নিলেন ৩ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

নিজস্ব  প্রতিবেদক :

শপথ গ্রহণ করেছেন কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদের নির্বাচিতরা  আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
কক্সবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার।
মহেশখালী থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন  ভাইস চেয়ারম্যান আবু সালেহ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল।
কুতুবদিয়া থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম ভাইস চেয়ারম্যান আকবর খান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি শপথ নেন।