এস.এম সাইফুল চৌধুরী
স্টাফ রিপোর্টার,কক্স টিভি, কক্সবাজার।
এক বছরের ফুটফুটে শিশু মোহাম্মদ জিসান। ছোট্ট এই রাজপুত্রকে ঘিরে যখন বাবা-মা আনন্দে দিন কাটাবেন, তখন তারা নেমেছেন জীবনের এক কঠিন লড়াইয়ে। শিশুটি ব্রেনের বড় একটি রোগে আক্রান্ত। ফলে সারাক্ষণই সে যন্ত্রণায় কাতর।
জরুরিভিত্তিতে জিসানকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসার জন্য দরকার অনেক টাকা। প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন মা-বাবা। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে জিসানের পরিবার আজ প্রায় নিঃস্ব। তবে এখন তারা সহায়তা চাইছেন হৃদয়বান মানুষদের কাছে।
অসুস্থ জিসানের পিতা একজন স্বল্প আয়ের মানুষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর মত সামর্থ্য তার নেই। এই অসহায় পরিস্থিতিতে জিসানের সুচিকিৎসার জন্য হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করছে শিশুটির পরিবার।
শিশুটির বাবা মোহাম্মদ তাহের কক্স টিভিকে বলেন, আমাদের কাছে যে সাধ্য ছিল সে সাধ্য ফুয়াদ আল খতীব হাসপাতালে শেষ হয়ে গেয়ে। এখন আমরা জিসানকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এনে টাকার অভাবে বসে আছি। যদি দ্রুত জিসানকে চিকিৎসা দিতে না পারি, নইলে জিসানকে বাঁচানো যাবে না। কিন্তু এজন্য যে পরিমাণ টাকা দরকার তা আমার নেই। তাই যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসার জন্য আমার সন্তানের চিকিৎসার জন্য সহায়তা চাইছি।
জিসানকে বাঁচাতে মোবাইলের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো যাবে।
(মামা মোঃ কালু)
বিকাশ- 01706019700 ও নগদ- 01853144213। এছাড়াও সহায়তা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- 01853144213।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc