নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রীজের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া জিদ্দা বাজারস্থ চিকিৎসা সেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে এভার গ্রীণ হাসপাতাল।
শুক্রবার (৩জানুয়ারি) বেলা ২টার দিকে ফিতা কেটে হাসপাতাল শুভ উদ্বোধন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভুঁইয়া।
পরে হাসপাতালের নিচ তলায় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এভার গ্রীণ হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও পরিচালক আসহাব উদ্দিন আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক সামশুল হুদা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক,চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ,লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, সাবেক মেম্বার মোকতার আহমদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তুহিন, লক্ষ্যারচর জামায়াতের আমীর আমিরুজ্জামান, সৌদি প্রবাসী ফোরামের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইয়াছিন মিয়া, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, মেহেদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কিশোর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ বিভিন্ন গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc