শেখ রাসেল:
“রক্তদানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয়”
ব্লাড বক্স অফ বাংলাদেশ এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন সম্পন্ন হয়েছে।
০৫ই মে রবিবার আল- ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসা রাবেতা-রামু কক্সবাজার এই আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষা মৌলানা: সুলতান আহাম্মদ সাহেব ও মৌলানা মুক্তার আহমেদ অর্থ মাদ্রাসার।
আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার ছাত্রী বৃন্দ।
ব্লাড বক্স অফ বাংলাদেশ এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।
মো: আবদুল হামিদ ( সভাপতি)
সাহাব উদ্দিন শরীফ (সাধারণ সম্পাদক)
রিম্পা মনি (সহ- সভাপতি)
শফিকুল ইসলাম (অর্থ-সম্পাদক)
আব্দুর রহিম( সহ- সাধারণ সম্পাদক)
মো ফরিদ ( যুব ও ক্রীড়া সম্পাদক)
মো সারোয়ার হোসোন ( সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক)
(নয়ন মনি সদস্য)
(খাইরুন ন্নেছা মুন্নি সদস্য)
আরো অনেকেই ।
টেকনিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ রিদুয়ান ইসলাম,
কামরুল হাসান মিন্টু
মনজুর আলম ভাই সহ আরো অনেকেই৷
সার্বিক সহযোগিতায়: ছিলেন খাইরুল বশর
( ব্লাড বক্স অফ বাংলাদেশ (BBOB)
(সাংগঠনিক সম্পাদক)
আয়োজনেঃ
ব্লাড বক্স অফ বাংলাদেশ (BBOB)
( একটি মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
সভাপতিত্বে করেন সংগঠনের
প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ আব্দুল হামিদ
সভাপতি বক্তব্যে বলেন, আমাদের প্রচেষ্টায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে মানুষের হাসি খুশি দেখতে চাই । আমরা সবসময় বিভিন্ন মানবিক কাজকর্ম ও অসহায় মানুষের সেবা নিয়ে পাশে থাকবো আমরা ইনশাআল্লাহ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc