চকরিয়া প্রতিনিধিঃ
স্যামসাং ইলেক্ট্রা চকরিয়া শাখা শো-রুম উদ্ধোধন করা হয়েছে। ৩জানুয়ারি বিকাল ৪টায় থানা রাস্তা মাথা দারুল ফজল মার্কেটস্থ ২য় তলায় প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম বিএ (অর্নাস) এমএ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবদু জাব্বর , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, স্যামসাং ইলেক্ট্রার, চেয়ারম্যান মো: শানাউল্লাহ শাহিদের ছেলে শাহিদ আহমদ আব্দুল্লাহ, জিএম মোবারেক হোসেন, নবনির্বাচিত ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, দারুল ফজল মার্কেটের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হোসেন মাসুম, মো: ওসমান, আনোরুল আজিম, আমজাদ, এমপির ব্যক্তিগত সহকারী মো: জালাল উদ্দিন, মাহাদি, মাহির, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শো-রুমের সকল কর্মকর্তা কর্মচারী প্রমূখ।
উক্ত মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাইফুল্লাহ নুরী।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc