মিজানুর রহমান
তাং ১৩-১১-২০২১ইং
কক্সবাজারের কুতুবদিয়ায় অদক্ষ, কিশোর চালক ও অশিক্ষিত লাইসেন্সবিহীন চালক দিয়ে চলছে যানবাহন। ছোট্ট এ দ্বীপে একটি মাত্র প্রধান সড়কে অদক্ষ অশিক্ষিত লাইসেন্স বিহীন চালকই দূর্ঘটনার অন্যতম প্রধান কারণ। আর দক্ষ চালকের অনুপস্থিতিতে নিরাপদ সড়কের দাবীও অকার্যকর হতে বাধ্য। সড়কে দূর্ঘটনা এড়াতে, দক্ষ চালক গড়ে তুলতে ইউএনওর উদ্যোগে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়।
চালক ফোরকান জানান, দ্বীপের বেশির ভাগ চালকেরা প্রশিক্ষণ নিতে আগ্রহী হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী জানান, সড়ক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিষয়ে কোন জ্ঞান নেই, এসব যানবাহনের অদক্ষ চালকদের। ফলে, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। যা থেকে মুক্তি পেতে দক্ষ চালক গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থার জন্য উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছেন।
উল্লেখ্য, চাঁদের (জীপ) গাড়ী ৩৫টির মধ্যে চালক ও হেল্পার আছে ৭০ জন। সিএনজি ৯১টিতে ৯১ জন চালক, মাহিন্দ্রা ৬০টির মধ্যে চালক ও হেল্পার ১২০জন এবং টেম্পু ২৫টির মধ্যে চালক ও হেল্পার ৫০ জন। এছাড়াও অটোরিকশা দেড় হাজারের উপরে হবে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc