আজ, শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় দানপত্রে পাওয়া সৎমায়ের জমি কেড়ে নিতে সন্তানদের হামলা ও জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর আদায়

চকরিয়া অফিস:
চকরিয়ায় দ্বিতীয় স্ত্রীকে দেয়া স্বামীর দানপত্রকৃত জমি ফেরৎ নিতে সৎঘরের সন্তানরা তাদের সৎ মাকে বিরোধপূর্ণ বিষয় সমাধানের কথা বলে ডেকে নিয়ে হামলা মারধর করে জোরপূর্বক ৩শত টাকার খালী স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করার অভিযোগ উঠেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছড়ার দক্ষিণ কুলস্থ বিবাদীদের বসতঘরে ১৯ডিসেম্বর রাত ৮ঘটিকায় ঘটেছে এ ঘটনা। ইতিপূর্বে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছড়ার দক্ষিণ কুলস্থ বিবাদীদের বসতঘরে ১৪ডিসেম্বর’২০২৪ইং প্রথম ঘটনা নিয়ে ভুক্তভোগি আবুল হোছনের স্ত্রী আয়েশা বেগম (৪৭) বাদী হয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ বরাবরে গত ১৪ডিসেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বিবাদী করা হয়েছে মৃত আবদুর রহমানের পুত্র আবুল হোছন (৫৮), মৃত আবদুর রহমানের পুত্র আহামদ হোছন (৫০), আবুল হোছনের পুত্র ফরিদ আলম (৪০), জাকের আহামদ (৫০), আবুল হোছনের পুত্র জাফর আলম (৪৩)কে।
অভিযোগে জানাগেছে, ১নং বিবাদী আবুল হোসেনের সাথে ২য় স্ত্রী বাদী আয়েশা। ১০ বৎসর পূর্বে বিবাহ হয়। সুখে-দুঃখে সংসার জীবন পালন করাকালে স্বামীর পূর্বের স্ত্রীর সন্তানরা এই সংসারে নানাভাবে বাধা সৃষ্টি করে। ফাঁসিয়াখালী ছড়ারকুল এলাকায় ১২ কড়া ও ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগির শাহ কাটা এলাকায় ২২ কড়া জায়গা নোটারী পাবলিকের এফিডেভিট মুলে  স্ত্রীকে দানপত্র করে দেন স্বামী। সংসার জীবন পালনে বাঁধা সৃষ্টি করার কারণে প্রায় ২ বৎসর যাবৎ ফাঁসিয়াখালী ছড়ারকুল স্বামী বাড়ি থেকে গিয়ে নিজের পিত্রালয় ডুলাহাজারা সোয়াজানিয়ায় বসত ঘর নির্মাণ  করে বসবাস করছেন। এ সুযোগে স্বামীর পূর্বের ঘরের সন্তানরা স্বামীকে (সন্তানদের পিতা) বিভিন্ন ভাবে প্ররোচিত করে বিচ্ছিন্ন করে রাখায় অতিকষ্টে দিন-যাপন করে আসছেন। এমনকি মিথ্যা প্ররোচনা দিয়ে স্ত্রীকে দানপত্র করে দেওয়া জমি জবর দখল করার অপচেষ্টা ও বিভিন্ন ভাবে হুমকি-ধমকিও প্রদর্শন করেন সৎঘরের সন্তানরা। প্রথম ঘটনা ১৪ডিসেম্বর’২৪ইং বিকাল ৪ ঘটিকার সময় বিবাদীরা সোয়াজানিয়াস্থ বসত ভিটার সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালি-গালাজ ও হুমকি প্রদর্শন করে। এসময় তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ার কুল এলাকার ও ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া এলাকার বসত ভিটা জবর দখল করার ও তাকে দখল ছেড়ে দেয়ার হুমকি দেয়। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উপপরিদর্শক মোস্তাকিমকে দায়িত্ব দেন। তাতে আরো ক্ষিপ্ত ও ক্ষুদ্ধ হয়ে ১৯ডিসেম্বর’২০২৪ইং রাত ৮ঘটিকার দিকে সমাধানের আশ^াস দিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ ছড়ারকুলস্থ বিবাদীদের বসতঘরে ডেকে নিয়ে বাড়িতে আটকে রেখে বেধম মারধর করে। এক পর্যায়ে প্রাণে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ৩টি ৩শত টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে। ভূক্তভোগি অসহায় স্ত্রী আয়েশা বেগম প্রশাসনের কাছে হামলাকারীদের বিচার ও জোর করে নেয়া স্ট্যাম্প উদ্ধারে সহায়তা কামনা করেছেন। তিনি আরো জানান, তার স্বামী তার পক্ষে থাকলেও সৎঘরের সন্তানরা পিতাকেও বাড়ি থেকে বের করে দেয়ার  হুমকি দিচ্ছেন।