আজ, রবিবার | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ



কক্সবাজারে নির্বাচিত মেম্বারকে পরাজিত প্রার্থী কতৃক হয়রানিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

ভিডিও দেখুন

নিজস্ব প্রতিনিধি ঃ

কক্সবাজারে এক নির্বাচিত মেম্বার প্রার্থীকে পরাজিত   প্রার্থী কর্তৃক নানাভাবে হয়রানীসহ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে হামলা ঘর বাড়ি ভাংচুর করার গুরুতর অভিযোগ উঠেছে।

জানা গেছে ১১ নভেম্বর অনুষ্ঠিত কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি অভিযোগ করেন তার প্রতিদ্বন্ধী অপর মেম্বার প্রার্থী আমিনুল্লাহও তার সন্ত্রাসী বাহিনী নাছির উদ্দীনের কর্মী সমর্থকদের উপর হামলা, পুত্রকে চুরিকাঘাত করাসহ এলাকায় অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ঘর বাড়ি ভাংচুর করার গুরুতর অভিযোগ তুলেছেন। এ নিয়ে পরাজিত মেম্বার প্রার্থী আমিনু্ল্লাকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে ১২ নভেম্বর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলেন করেছেন ২য় বারের মত নির্বাচিত মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন। এসময় এলাকাবাসীরা দাবী করেছেন এলাকায় ত্রাসসৃষ্টিকারী পরাজিত মেম্বার প্রার্থী আমিনুল্লাহ নির্বাচনে হেরে গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তারা দাবী তাকে দ্রুত আইনের আওতায় এনে নিবৃত্ত করা না হলে এলাকায় বড় ধরনের সংঘাত সৃষ্টি হওয়ার আশংকা করেছেন।