আজ, মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



কালারমারছড়ায় আবার ও লাশ।

মহেশখালী  উপজেলা ছমিরাঘোনা এলাকায় আধিপত্য বিস্তার ও পুর্ব শত্রুতার জের ধরে আজ রাত সাডে ৮ টায় মোহাম্মদ শাহ শাহ ঘোনার মৃত মোহাম্মদ লেদুর পুত্র আলা উদ্দিন কে ছমিরাঘোনা – নোনাছডি ব্রীজের উপর সন্ত্রাসীরা কুপিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চকরিয়ার দরবেশকাটা নামক স্থানে মৃত্যুবরন করেন বলে যানাযায়।

 

।সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের সম্পর্কে সবিস্তারে কিছু যানযায়নি।