আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



কুতুবদিয়া ইউনিয়ন আ.লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হত না। আমরা সে জাতি যার অবদানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাকেই নির্মম ভাবে সহ পরিবারকে হত্যা করে। এ ইতিহাস বাঙ্গালী জাতি কোন দিন ভুলবে না।
বুধবার (১৮ আগস্ট) সকাল ৪টায় বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মিজানুর রহমান টিটুর সঞ্চালনায়  কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, জেলা আ’লীগের সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম সহ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাত ৮টায় দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১১ টায় প্রয়াত আ’লীগের নেতা ছৈয়দ আহমেদ কুতুবীর কবর জিয়ারত করেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি।