আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



কুতুবদিয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ার উত্তর ধূরুং নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কর (৪৮) নামে ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সে ওই এলাকার আবু তাহেরের পুত্র এবং জি.আর মামলা নং-৫৯৬/২১-এর পলাতক আসামি।

কুতুবদিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, জি আর মামলা নং-৫৯৬/২১ আবু বক্কর (প্রকাশ বক্কর ডাকাত) ডাকাতি মামলার দীর্ঘদিন পলাতক ছিলো। গত ১৬ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।