আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সদর উপজেলার ইউএনও’র সাথে জুভেনাইল ভয়েস ক্লাব ও আলোর প্রতিভার নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি ঃ কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজ সেবামূলক অরাজনৈতিক যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাব (রেজিঃ ০০২২) ও আলোর প্রতিভা মানবিক কল্যাণ ফোরাম নামক দুইটি সংগঠনের নেতৃবৃন্দরা কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়। ১৬ আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় ইউএনও অফিসে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় সভায় উভয় সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকান্ড নিয়ে ইউএনওর সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সভায় সংগঠনসমূহের সামাজিক ও সাংস্কৃতিক নানা মুখি কর্মের কথা শুনে ইউএনও সন্তোষ প্রকাশ করেন। এ সময় ইউএনও মিল্টন রায় উভয় সংগঠনের সামাজিক কর্মের পরিধি বাড়িয়ে যুগোপযোগী সমাজ কল্যাণমূলক নানা কর্মসূচী হাতে নিয়ে কাজ করার পরামর্শ দেন। তিনি উভয় সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জুভেনাইল ভয়ের ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম রিদওয়ানুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুুল হক, সদস্য আলোর প্রতিভার প্রতিষ্ঠাতা সভাপতি এস এমডি মনির মিয়া, আলোর প্রতিভার সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ও সদস্য ছোটন শর্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।