চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা যুবদল শামসুল আলম সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। পৌর ৯ নং ওয়ার্ডের পুকপুকরিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম সাগর ৮ ডিসেম্বর যুবদলের সম্মেলন ও দলীয় কার্যক্রম শেষ করে রাত ১১ ঘটিকার দিকে বাড়ী ফিরছিলেন। ওই সময় নিজ বাড়ীর সামনে পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত যুবদল শামশুল আলমকে উঠিয়ে নির্জন জয়গায় নিয়ে গিয়ে দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহতের পর মৃত্যুর শংকা দেখে তাকে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা ও স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করেছেন। আহত শামশুল আলম সাগর ৯ নং ওয়ার্ডের পুক পুকরিয়া পাড়া এলাকার মৃত মো: কালু প্রকাশ কালামিয়ার পুত্র।
এলাকাবাসী ও স্বজনেরা জানান, শামসুল আলমের আবস্থা আশংকাজনক। তার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট এলাকাবাসী আহবান জানান।
চকরিয়া থানার ওসি মোঃ মনজুরুল কাদের ভুইয়া জানান, ঘটনার বিষয়ে ১২ডিসেম্বর রাত পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc