আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



কক্স টিভির নতুন সম্পাদক সাংবাদিক আবদুল মজিদ


সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্স টিভির নতুন সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক আবদুল মজিদ ।
তরুণ এই সাংবাদিক দীর্ঘকাল ধরে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমেও পেশাদারিত্ব নিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। তিনি চকরিয়া প্রেস ক্লাবের দুই বারের নির্বাচিত সাবেক সভাপতি। তিনি যখনই কোনো সাংবাদিক, গণমাধ্যম ও সাংবাদিকতায় আক্রান্ত হয়েছেন, তখনই সংবাদকর্মীদের পক্ষে প্রতিবাদে সামিল হয়েছেন । এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথেও জড়িত।
সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও পেশাদারিত্বের সাথে ছাত্রদের পাশে ছিলেন। ২৫ নভেম্বর ২০২৪ তারিখ
কক্স টিভি পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম রিদওয়ানুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাংবাদিক আব্দুল মজিদকে সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে তিনি কক্স টিভি পরিচালনা পরিষদের পরিচালক ও কক্স টিভির বার্তা সম্পাদক হিসেবে সুনামের সহীত দায়িত্ব পালন করেন।
এদিকে, দায়িত্ব পালনে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগন ও জেলাবাসীর সহযোগিতা কামনা করেন কক্স টিভির নবমনোনীত সম্পাদক মোঃ আবদুল মজিদ।