কফিল উদ্দিন, স্টাফ রিপোর্টার
চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২ অক্টোবর শনিবার দুপুর ২টার সময় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আলীর বাপের পাড়া এলাকার জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হল, ওই এলাকার স্বপন মিয়ার ছেলে ও সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সামির (১১) ও একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও সাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. আল ফয়েজ মিশকাত (১১)।
অইল্যার বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। মুসল্পুলিরা পুকুরের ঘাটে কাপড় দেখতে পেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে দেখতে যায় তারা। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।
পরে আরো এক শিশুর সন্ধান না পাওয়ায় একঘন্টা পর ৫ টার দিকে পুকুরে জাল ফেলে মিশকাতের লাশ উদ্ধার করা হয়।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্ট এ চাকুরী করতো। সে সুবাদে নানাীর কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো। নানীকেই সে মা সম্মোধন করতো।
এদিকে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে আহাজারী।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc