কফিল উদ্দিন স্টাফ রিপোর্টার:
ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার”। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা বাংলাদেশের ন্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ২২শে অক্টোবর ২০২৪ “জাতীয় নিরাপদ সড়ক দিবস” কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসন চকরিয়া ও নিসচা চকরিয়া উপজেলা শাখা ২২শে অক্টোবর সকাল ১১ ঘটিকায় র্যালি, ও দুপুর ১২ টায় উপজেলা মোহনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া শাখার সন্মানিত উপদেষ্টা, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি নিসচা চকরিয়া শাখার উপদেষ্টা চকরিয়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ। সভাপতিত্ব করেন নিসচা চকরিয়া শাখার সভাপতি সোহেল মাহমুদ। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন, নিরাপদ সড়ক চাই নিসচা চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি নাফিজ গনি বিপু, সহ-সম্পাদক সূধীর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, যুব বিষয়ক সম্পাদক এম আলি হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার, সাংবাদিকগণ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ ও সচেতন নাগরিক গণ।
প্রধান অতিথি ফখরুল ইসলাম সড়ক দূর্ঘটনা রোধে ছাত্র-ছাত্রীদের সচেতনতা মূলক দিক নির্দেশনা দেন, এবং ট্রাফিক আইনের নিয়ম মেনে চলার জন্য বলেন। মাসউদ মোর্শেদ আলোচনায় নিসচা চকরিয়া উপজেলা শাখাকে নিয়ে চকরিয়া পৌর শহর যানজট মুক্ত ও দূর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে নিয়মিত কর্মসূচি পালন করা হবে জানান। অনুষ্ঠানে পৌর শহরকে যানজট মুক্ত রাখতে এ দুই অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc