আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া সিটি সেন্টার, আল- রহমন মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া সিটি সেন্টার, আল- রহমন মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আলী জিন্নাহ্’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমীর হোসাইন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন টিটু বিএ (অনার্স)এম.এ এর সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মার্কেটের সত্বাধিকারী, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবু মোহাম্মদ বশিরুল আলম।

বিশেষ অতিথি চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ।
সমিতির সিনিয়র সহ-সভাপতি শোয়াইবুল ইসলাম, সহ-সভাপতি মৌলানা মকছুদ আহমদ, সি:সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ রিদুয়ানুল হক, হাফেজ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মার্কেটের সকল ব্যবসায়ীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।