আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



কুতুবদিয়ায় এক পলাতক আসামী গ্রেফতার

 

★★★★★★★★★★★★★★★★★★★★★
আহম্মেদ কবীর সিকদার, কুতুবদিয়া ঃ

কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে মোঃআজম খান নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতি বার (১২ আগষ্ট) কুতুবদিয়া থানা কতৃক এএসআই( নিঃ) আমান উল্লাহ এর নেতৃতে নিয়মিত বিশেস অভিযান পরিচালনা করে মোঃ আজম খান (২৮) কে গ্রেফতার করে।এলাকাবাসীর সূএ মতে মোঃ আজম খান দক্ষিণ ধুরুং ৩নং ওয়ার্ড়ের আশা হাজীর পাড়া মৃত শহিদুল হকের ছেলে বলে যানা যায়।

কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার বলেন তার বিরুদ্ধে জিআর ৫৩১/২১নং মামলা রয়েছে ঐ মামলার সেই একজন পলাতক আসামি। এটা কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশ ক্রমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
আসামীর বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছ।