আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা।রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর একটি ফিলিং স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ভুট্টো (৪৮) প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চাকার নীচে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যাংক কর্মকর্তা চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালীর জনৈক ইসহাক আহমদের ছেলে।

তিনি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার আরডিএস প্রকল্পের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।