আবদুল মজিদ, চকরিয়াঃ
চকরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ১০অক্টোবর ভোর রাতে এ অভিযান চালানো হয়।
থানা পুলিশ সূত্রে জানায়, সাজাপ্রাপ্ত পলাতক ২ জন আসামী বাড়িতে অবস্থান করছে সোর্স মারফত গোপন সংবাদ পেয়ে চকরিয়া থানা অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী,এসআই শামীম আল মামুন, এএসআই জসিম উদ্দিন, এএসআই সোলেমান খাঁন সংগীয় পুলিশ ফোর্স নিয়ে ১০অক্টোবর ভোর রাতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাকারা ইউনিয়নের মাঝেফাড়ি এলাকায় আরিফুল ইসলাম (৩০) পিতা-মুছা মিয়াকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বন মামলা নং-৭৮/০৮ আদালতের ১ বছরের সাজা পরোয়ানা রয়েছে। একই সময়ে কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকা থেকে পলাতক আসামী মোঃ শামসু মিয়া (৫০),পিতা-আলতাজ মিয়াকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বন মামলা -৫৪/১৮ আদালতের ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে।
চকরিয়া থানা অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানিয়েছেন, সাজাপ্রাপ্ত ধৃত দুই আসামীকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc