আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় নিরাপদ পানি, স্থায়ীত্বশীল স্যানিটেশন ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্নতায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্টিত

চকরিয়া প্রতিনিধিঃ
USAID এর আর্থিক সহযোগিতায় Abt এসোসিয়েশনের তত্ত্বাবধানে আইডিই বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ও উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চকরিয়া, কক্সবাজার এর ব্যবস্থাপনায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি
উপজেলা পর্যায়ে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয় শীর্ষক এক কর্মশালা ২৮ মার্চ ২০২৩ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় অনুষ্টিত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টো। প্রকল্প পরিচিতি তুলে ধরেন আইডিই বাংলাদেশ ফিল্ড টীম লিডার মোঃ মাসুম হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আইডিই বাংলাদেশ মার্কেট সেলসমেন্ট অফিসার মোঃ সালাহ উদ্দিন।বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এছাড়াও উপজেলা পর্যায়ের সরকারি দফতরের প্রধানগন, ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


কর্মশালায় উত্তাপিত প্রতিপাদ্যের মধ্যে রয়েছে; নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ,স্থায়ীত্বশীল স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং হাইজিন প্রমোশন বা পরিষ্কার পরিচ্ছন্নতায় সাবান দিয়ে হাতধোয়া এবং মিনিসটরিয়াল হাইজিন ব্যবস্থা
নিশ্চিতদাণে সরকারী/বেসরকারি/এবং প্রাইভেট সেক্টরের করণীয় নির্ধারণ নিয়ে বিষদ আলোচনা হয়।