আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



ইলিশিয়া বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন করলেন এমপি জাফর আলম

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজার জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ ২০২৩ইং, রোজ: বৃহস্পতিবার, সময়: দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (বাবলা),বিশেষ অতিথি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুছা, প্রধান মেহমান ইলিশিয়া বাজার জামে মসজিদ নির্মাণে সার্বিক সহযোগীতা ও অর্থায়নকারী, চকরিয়ায় “মাদরাসা মরিয়ম ওয়াত তাকওয়াহ্’র প্রতিষ্ঠাতা ফাঁসিয়াখালীর কৃতি সন্তান প্রবাসী ফোরাম কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ ওসমান গনি (ওসমান কবির),বিশেষ মেহমান চকরিয়া কাজী মার্কেটের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কাজী হাবিব উল মতিন (মানিক), উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মনসুর মহসিন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা কাইছারুল হক বাচ্চু প্রমূখ।মোনাজাত পরিচালনা করেন কোরালখালী জিন্নুরাইন মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মাওলানা আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, বর্তমান সরকার মসজিদ-মাদরাসাসহ ধর্মীয় উপসনালয়ের উন্নয়নে বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা-উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করছেন। এ উন্নয়নের ছোয়ায় চকরিয়া-পেকুয়ার সবমসজিদে উন্নয়ন সহায়তা দেয়া হয়েছে। তিনি আগামী জুনের মধ্যে ইলিশিয়ার নতুন মসজিদের বাউন্ডারী ওয়াল নির্মাণ এবং স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতা ও পরামর্শে ফোরকানিয়া মাদরাসার উন্নয়ন নিশ্চিত করা হবে।