আজ, বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



জুভেনাইল ভয়েস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি একেএম রিদওয়ানুল করিম, সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, শীতার্তদের শীতবস্ত্র ও হাফেজদের কোরআন শরীফ, অসহায় প্রতিবন্ধী ও হাঁটা-চলা করতে অক্ষমদের হুইল চেয়ারসহ হ্যান্ড সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয় । লিংকরোডস্থ যুব উন্নয়ন অধিদপ্তর হল রুমে ২১ জানুয়ারী ২০২৩ তারিখ বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম অধিবেশন আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে.এম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপস্থাপিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কক্সবাজার ২ এর স্পেশাল পিপি ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, জাতীয় শ্রমিকলীগ কক্সাবাজার জেলার যুগ্ম আহবায়ক রুহুল কাদের মানিক, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মোনাফ সিকদার, অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি দিল মোঃ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কামরুল হুদা সোহেল, আরেফিন মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এসএমডি মনির মিয়া, প্রচার সম্পাদক সরওয়ার আলম সাকিব , ক্রীড়া সম্পাদক মোঃ আল আবিদ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য শেষে জুভেনাইল ভয়েস ক্লাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০২৩-২০২৫) মেয়াদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে এ.কে.এম রিদওয়ানুল করিমকে সভাপতি ও কামরুল হুদা সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ২য় অধিবেশন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী মেহেরাজ আহমেদ এর সভাপতিত্বে শুরু হলে উপস্থিত অতিথিসহ সংগঠনের নেতারা সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ১ শত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, ৫০ জন শীতার্তদের শীতবস্ত্র ও হাফেজদের কোরআন শরীফ, অসহায় প্রতিবন্ধী ও হাঁটা-চলা করতে অক্ষমদের ৪ টি হুইল চেয়ার এবং উপস্থিত সকলের মাঝে হ্যান্ড সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয়। মাহদীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।