নিজস্ব প্রতিবেদক ঃ কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের(জেভিসি) উপদেষ্টা, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক দু বারের সভাপতি আবদুল মজিদের মা খালেদা বেগম (৫০) চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৩ জুলাই রাত ৯ঃ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভোগছিলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে মৃত্যু বরণ করেন তিনি।
জুভেনাইল ভয়েস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মজিদের মায়ের মৃত্যুতে ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএম রিদওয়ানুল করিম ও সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে জেভিসি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc