কক্সবাজারস্থ পরান সিকদার বংশের ৭ম ও ৮ম প্রজন্মের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
কক্সবাজারে বসবাসরত কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী পরান সিকদার বংশের ৭ম ও ৮ম প্রজন্মের ঈদ পূর্ণমিলন সম্পন্ন হয়েছে। কক্সবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সিকদার বংশের সংক্ষিপ্ত এ মেলবন্ধনে পরান সিকদার বংশের ৭ম প্রজন্মের দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক, কুতুবদিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবদিয়া উন্নয়ন পরিষদের সভাপতি হুমায়ুন সিকদার, ৮ম প্রজন্মের
ঈদগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক,
অবঃ বিডিআর হারুন অর রশিদ সিকদার, ঘোনারপাড়া সমাজ কমিটির সভাপতি মনজুর আলম সিকদার
ইন্টারনেট কোং কর্মকর্তা মাহবুবুল হক,
কক্সবাজার বেতার সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব, জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি ও কক্সটিভির চেয়ারম্যান একেএম রিদওয়ানুল করিম উপস্থিত ছিলেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc