আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন

আবদুল মজিদ,চকরিয়া:
মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” প্রতিপাদ্যে উপজেলা নির্বাচন অফিস চকরিয়া, কক্সবাজারের আয়োজনে ২মার্চ সকাল ১১টায় জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ, বর্নাঢ্য র‌্যালি, নতুন ভোটারদের ছবি তোলাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথি চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাসিম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রতন বিশ্বাস,সাংবাদিক এমআর মাহমুদ,আবদুল মজিদ, রফিক আহমদ, মোহাম্মদ উল্লাহ,আলী হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাচন অফিসের সহকারি কর্মকর্তা মোঃনুরুল হুদা।