আজ, শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় সড়কের ৯ কোটি টাকার জমি জবরদখল করে মার্কেট নির্মাণ শীর্ষক সংবাদের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকায় চকরিয়ায় সড়কের ৯ কোটি টাকার জমি জবরদখল করে মার্কেট নির্মাণ শীর্ষক সংবাদটি  আমি  সাক্ষরকারির দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি পুরোপুরি সত্য নয় বলে আমি দাবী করছি। আসল ঘটনা হলো -আমি সরকার বা সড়ক বিভাগের কোন জমি দখল করিনাই, করছিওনা। কাগজে-কলমে আমার যে পরিমাণ জমি সেই পরিমান ইতিমধ্যে প্রশাসন সরজমিনে এসে ডিমার্কেশন দিয়েছে, যেখানে লাল প্রতাকার খুটি দেওয়া হয়েছে। প্রশাসনের দেওয়া খুটির অনেক ভেতরে আমার নির্মাণকাজ চলছে, যেখানে কারও জমি থাকার কথা নয়। আমি একজন প্রবাসী, ভূমিদস্যূতা করার মত সময় যেমন আমার নেই, তেমনি ভূমি জবরদখল করার মত লোকও আমি নই। কারণ সম্পদ আমার যা তা অনেক আছে, অন্যায় করে কারও সম্পদ লুন্ঠন আমি করিনা। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা মূলত ভিত্তিহীন অভিযোগ করেছেন, কারণ ৩৪০/১৪ অপর মামলাটি জেলা জজ আদালতে আমিই করেছি,  বর্তমানে নির্মাণাধীন জাযগা নিয়ে তারা মামলা করার বিষয়টি অবান্তর। বর্তমান জমজম হাসপাতালও আমার খতিয়ানভুক্ত জায়গার উপর দিয়ে চলাচল করছে। আমি চাইলে বাঁধা দিতে পারি, কিন্ত জনস্বার্থে দিচ্ছিনা। সব মিলিয়ে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবংসংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারি-

মোঃ এহছান প্রকাশ দুবাই এহেছান।

৮ নম্বর ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, চকরিয়া- কক্সবাজার।