শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগ।
সোমবার (৩০ আগস্ট) বিকাল ৩ টার দিকে কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫- এর ১৫ আগস্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. মীর কাশেমের সভাপতিত্বে ও ফখরুদ্দিন টুটুলের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, বিশেষ অতিথি সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম), আসাদ উল্লাহ চৌধুরী, মিজবাহ উদ্দীন ইকু, প্রধান বক্তা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, বিশেষ বক্তা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, বড়ঘোপ ইউনিয়নের আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়নের আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আজমগীর মাতবর, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি মো. মনির মাতবরসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যে উদ্দেশে জাতির জনক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য পূরণে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
এছাড়া আলোচনায় অংশ নেন, কুতুবদিয়া আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc