আজ, বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



বাবুনগরীর জানাজায় হাজারো মানুষের ঢল

বাবুনগরীর জানাজায় হাজারো মানুষের ঢল

 হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিয়েছেন হাজারো মুসল্লি।  

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।

জানাজায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসার মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে বাবুনগরীর মরদেহ তার গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে পারিবারিক করবস্থানে দাফন করার কথা রয়েছে।

এদিকে জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরের অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।