নিজস্ব প্রতিনিধিঃ পিএইচডি’র উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী ঝিলংজা ইউনিয়নে লিঙ্গ সমতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে । ঝিলংজা ইউনিয়নে ‘লিপ’ প্রজেক্টের উদ্যোগে স্বনামধন্য এনজিও ‘পিএইচডি’ কর্তৃক আয়োজিত মুহুরীপাড়া ‘সি জি’ গ্রুপের সদস্যদের নিয়ে ‘লিঙ্গ সমতা’ বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। ২৭ আগস্ট প্রশিক্ষণ শুরু হয়েছে, ২৮ আগস্ট ২০২৩ এ প্রশিক্ষণ জুভেনাইল ভয়েস ক্লাব’ এর লিংক রোডস্থ প্রধান কার্যালয়ে ২য় দিনের প্রশিক্ষণ সমপন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন মুহুরীপাড়া সিজি গ্রুপের ১৭ জন সদস্য। প্রশিক্ষণ প্রদান করেন ঝিলংজা ইউনিয়নে মেন্টর পদে দায়িত্বরত শাহীন আকতার ও রফিকুল ইসলাম।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc