সেলিম উদ্দিন ঃ
মোটর সাইকেলের ট্যাংকে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৯,৫০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি তালিম উদ্দিন মুন্না (২৫)। সে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাত ঘটিকার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো হাংক মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মোটরসাইকেল তল্লাশি করে একপর্যায়ে তেলের ট্রাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে থাকা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ।
পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংকি কেটে ৩০ টি সরিষার তেলের বোতলে প্রতিটিতে ৬৫০ পিছ করে ১৯ হাজার ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০,০০০০০/- (ষাট লক্ষ টাকা)। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।
জানতে চাইলে ঘটনায় নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিনব কায়দায় পাচারকালে ১৯ হাজার ৫০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc