আজ, সোমবার | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় আগুনে পুড়লো দুভাইয়ের বসতবাড়ি

চকরিয়া অফিসঃ
চকরিয়ায় দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজিয়ানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়-ক্ষতি আনুমানিক ২০ লাখ টাকা। বৈদ্যূতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানাগেছে।
স্থানীয় সুত্র জানায়, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান গ্রামের বাসিন্দা আকতার আহমদ ও তার ভাই মোক্তার আহমদের বাড়িতে (১৭ জানুয়ারি) সোমবার সন্ধ্যা ৬ টার দিকে আকষ্মিক আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে নিমিষেই পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় বাড়ির ভেতর থাকা কোন সহায়- সম্পদ বের করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়-ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ছাড়তে পারে।
বৈদ্যূতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানাগেছে।