শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২২ নভেম্বর।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন বিসিক শিল্প নগরী ইসলামপুরের ৭১ টি সল্ট ইন্ডাস্ট্রির মধ্যে দুটি সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছেন
বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানার নেতৃত্বে একটি টীম।
ঈদগাঁও ইসলামপুর সালমা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ ও তানজিন সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করে বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানাসহ অন্যান্যরা সন্তোষ প্রকাশ করেন।
সোমবার ২২ নভেম্বর দুপুরের পর সালমা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ ও তানজিন সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজে সল্ট প্যাকেজিং, সল্ট ক্রাসিং, আয়োডাইড, লবণের গুনগতমান নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি মালিক জাহাংগীর আলমকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
সালমা ও তানজিন সল্ট ইন্ডাস্ট্রির স্বত্ত্বাধিকারী জাহাংগীর আলম পরিদর্শন দলকে ইন্ডাস্ট্রি কার্যক্রম ঘুরিয়ে ঘুরিয়ে দেখান।
পরিদর্শন দলে আরো উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান,বিসিকের নতুন প্রকল্প পরিচালক মোহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিকের পিডি সরোওয়ার আলম, বাংলাদেশ মিল মালিক সমিতির সভাপতি কবির আহম্মদ, পটিয়ার উপজেলা চেয়ারম্যান মুতাহেরসহ আরো বিসিকের কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc