আজ, শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



পৌর শ্রমিক লীগের উদ্যোগে জেলা শ্রমিক লীগ নেতা জহিরের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ

সন্ত্রাসীদের নির্মম গুলিতে নিহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের স্মরণে আজ শনিবার বিকেলে লালদিঘীর পাড়স্থ কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কক্সবাজার পৌর শ্রমিক লীগের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার পৌর শাখার আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শাহেদুল আলম রানার সভাপতিত্বে যুগ্ন-আহবায়ক মোহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে সম্মানীত অথিতি হিসেবে শোকাহত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক,আব্দুল খালেক।
এতে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী,জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সাইকী,শাহিন মোহাম্মদ ইয়াহিয়া,পৌর শ্রমিক লীগের যুগ্ন- আহবায়ক রাজিব পাল,আল ফয়সাল সিদ্দিকী শাহিন,পৌর শ্রমিকলীগ নেতা মোঃ মিজান সহ পৌর শ্রমিক লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা,সদ্য প্রয়াত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণমুলক আলোচনায় বলেন, জহির ভাই কক্সবাজার পৌর শ্রমিক লীগের প্রতিটি নেতাকর্মী কাছে ত্যাগী,সংগঠক এবং নিবেদিত প্রাণ ছিলেন। পৌর শ্রমিক লীগ আগামীতে জহির ভাইয়ের সাংগঠনিক অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার অঙ্গিকার ব্যক্ত করেন। সভা শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।
এবং খতমে কুরআন ও দোয়া মাহফিল সমাপ্তির মধ্য দিয়ে মোনাজাত পরিচালনা করেন বাহারছড়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শফিউল আলম।