আজ, সোমবার | ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ



কুতুবদিয়া ছাত্রবান্ধব সংগঠন দ্বীপবর্তিকা আয়োজিত অনলাইন আলোচনা সভা সম্পন্ন

কক্সবাজার জেলার সাগরকন্যা কুতুবদিয়ার উপজেলার অন্যতম ছাত্রবান্ধব সংগঠন দ্বীপবর্তিকা আয়োজিত অনলাইন আলোচনা সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কুতুবদিয়ার শিক্ষা নিয়ে আয়োজিত “ভাবনা, সম্ভাবনা, সমস্যা ও উত্তরণে করণীয়” শিরোনামের অনলাইন এই সভাই উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সদস্য সচিব জনাব মোঃ রজব আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোসলেম উদ্দিন, উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, সকল মাদরাসার সুপারবৃন্ধ, সংগঠনের উপদেষ্টাবৃন্ধসহ, সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ পারভেজ এবং সাধারণ সম্পাদক তানভীরুল তুষার সহ বর্তমান কমিঠির সহ সভাপতি, সহ-সাধারণ সম্পাদক এবং অর্থ-সম্পাদক।

আলোচনা সভার সঞ্চালনা করেন প্রৌকোশল বিশ্ববিদ্যালয় চুয়েটের সহকারী অধ্যাপক এবং দ্বীপবর্তিকা সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী নুর্শেদুল মামুন, প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের সহকারী অধ্যাপক এবং দ্বীপবর্তিকা সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী সঞ্জয় দাশ, স্বাগত বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং দ্বীপবর্তিকার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নান। এতে আরও উপস্থিত ছিলে দ্বীপবর্তিকা সংগঠনের উপদেষ্টাবৃন্ধ;

কমান্ডার আসিফ আদিল
পিএসসি, বাংলাদেশ নৌবাহিনী।

প্রকৌশলী হাসান জিয়াদ
Qs & Cost Engineer.
Global Facade Company, Sydney, Australia.

প্রকৌশলী মীর মোশাররফ হোসাইন
সহকারী ব্যবস্হাপক (সিস্টেম অপারেশন্স)
টেলিটক বাংলাদেশ লিমিটেড।

মোশাররফ হোছাইন
সহকারী শিক্ষক
পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আব্দুল্লাহ আল রাহাত
প্রভাষক, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইন্জিনিয়ারিং টেকনোলজি।

ডাঃ রিয়াসাত আজিম সিদ্দিকী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
মেডিকেল অফিসার, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স।

আব্দুল আজিজ কুতুবী
ক্যাম্প ম্যানেজমেন্ট অফিসার
ড্যানিশ রিফুজি কাউন্সিল।

মোঃ মারেফুল করিম মারুফ
সহকারী পুলিশ সুপার
পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা।

ডাঃ মামুনুল হক মামুন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
চর্ম ও যৌন রোগ বিভাগ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

রিয়াদ মঈনুদ্দিন
উপ পুলিশ পরিদর্শক
পিবিআই, চট্টগ্রাম মেট্রো, বাংলাদেশ পুলিশ।

তানভীর ইকরাম সিদ্দিকী
এসোসিয়েট সাইন্টিস্ট
রিচার্স এন্ড ডেভেলপমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

আজমল হুদা সিদ্দিকী
চাইল্ড প্রোটেকশন অফিসার
ইউনিসেফ বাংলাদেশ।

মোহাম্মদ সাদ্দাম হোছাইন
Document controller at AI Saqer Property Management (United Arab Emirate)

সিদ্দিক আজাদ
সহকারী জজ, জেলা ও দায়রা জজ আদালত, ফেনী

উক্ত আলোচনা সভাই, আলোচনামূলক বক্তব্য রাখেন জনাব মোরশেদ আলম (প্রধান শিক্ষক, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়), মোরশেদুল মান্নান (সুপার, আল ফারুক আদর্শ মাদরাসা), আহমদ হোছাইন কুতুবী (প্রধান শিক্ষক, উত্তরণ বিদ্যা নিকেতন), ওসমান গণি, (সহকারী প্রধান শিক্ষক, লেমশীখালী উচ্চ বিদ্যালয়), শুক্কুর আলম আজাদ (প্রধান শিক্ষক, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়) এবং কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রজব আলী।

আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহের ব্যাপারে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক তানবিরুল তুষার বলেন, “কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করার লক্ষ্যে পুরো উপজেলাব্যাপি ৫ম এবং ৮ম শিক্ষার্থীদের জন্য “দ্বীপবর্তিকা বৃত্তি পরিক্ষা- ২০২২” আয়োজন করা হবে এবং শীঘ্রই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রসপেক্টাস এর সাথে বৃত্তি পরীক্ষার সিলেবাস পৌঁছে দেওয়া হবে। তিনি দ্বীপবর্তিকার পক্ষ থেকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন”।