আজ, রবিবার | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



ঝিলংজা ইউনিয়ন পরিষদের টিকাদান ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক ও ইউএনও

কক্স টিভি প্রতিবেদক ঃ

কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদে করোনার টিকাদান ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। শনিবার (৭ অাগস্ট) দুপুরে তিনি এই টিকাদান ক্যাম্প পরিদর্শন করেন। তিনি টিকাদানে নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও টিকা নিতে অাসা লোকজনের সাথে কথা বলেন। এসময় জেলা প্রশাসক বলেন, করোনা প্রতিরোধে সরকার কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

এরই লক্ষে সকল ব্যক্তিকে টিকা গ্রহণের আওতায় আনা হচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মিল্টন রায়, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী এহেছান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।