আজ, শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩০ মার্চ’২২ইং দৈনিক কক্সবাজার, চট্টগ্রাম মঞ্চ, হিমছড়ি, দৈনন্দিন, নতুন বাংলাদেশ ও চকোরী পত্রিকায় “চকরিয়া পৌর শহরে গভীর রাতে ঔষুধের দোকান দখল, ভাংচুর ও লুটপাট চালিয়ে অর্ধকোটি টাকার ক্ষতি” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, হয়রাণী, আপত্তিকর, মানহানিকর ও দূর্ভীসন্ধিমূলক। প্রকৃত পক্ষে চকরিয়া পৌর সদর তথা থানার অতিনিকটে এ জাতীয় ঘটনা আদৌ ঘটেনাই এবং ঘটার কখাও নয়। বরং উক্ত দোকানের মালিক সাহাব উদ্দিন গং হইতে ডাক্তার হুমায়ুন কবিরকে চুক্তিনামা মূলে ভাড়া দিয়েছিলেন এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নবায়ন না করায় মালিকগনকে স্বেচ্ছায় তাহার মালপত্র অন্যত্র সরাইয়া নিয়া দোকানের চাবি হস্তান্তর করিয়া বুঝাইয়া দেন। ইহাছাড়া মালিকপক্ষ ভাড়া গ্রহণ না করায় উক্ত ভাড়াটিয়া হুমায়ুন কবির ভাড়া জমা দেয়ার জন্য মাননীয় যুগ্ম জেলা ২য় জজ আদালতে মামলা করিয়া ব্যার্থ হওয়ায় উক্ত দোকান ছাড়িয়া দিতে বাধ্য হন। উল্লেখ্যযে, বর্ণিত দোকানটি চিরিঙ্গা মৌজাস্থ আরএস ৭৬নং খতিয়ানের আরএস ১৫৪দাগেন আন্দর তুলনামূলক বিএস ৪১৯/৮৩২ দাগান্দর ২.৩৩ শতক জমির মালিক শুধাংশু বিমল দে গং হইতে বিগত ২৯-০১-১৯৭৫ ইং তারিখের ৪৬নং রেজিঃকৃত কবলা দলিল মূলে আবুল কালাম সওদাগর গংকে বিক্রি করিয়াছিলেন। উক্ত আবুল কালাম সওদাগর ভোগ দখলরত অবস্থায় বিগত ১২-০৫-১৯৮৫ ইং তারিখের ৩৫৫৯নং রেজিঃযুক্ত কবলা দলিল মূলে সাহাব উদ্দিন গংয়ের পিতা হাজী বুজুরুস মিয়াকে বিক্রি করিয়া দখল অর্পন করেন। সেই থেকে অদ্যবদি উক্ত জমির উপর পিতার নির্মিত দোকান ঘর ও মার্কেট প্রতিবাদকারী গনের বৈধ সত্ব দখলীয় জমি হওয়ায় লুটপাট করার প্রশ্নই আসেনা। তাহাছাড়া সংবাদে উল্লেখিত জালাল আহমদ একজন লোভী,মামলাবাজ, হামলাবাজ ও অতিচালাক চতুর লোক হওয়ায় দীর্ঘদিন থেকে উক্ত দোকান গঅস করার কুমানসে প্রতিবাদকারী এবং জমির মালিকগনের বিরুদ্ধে নানারকম কাল্পনিক মামলা-হামলা করিয়া হয়রাণী করে আসিতেছে। যার ফলে এই সাহাব উদ্দিন গং তাহার বিরুদ্ধে চকরিয়া সিনিয়র সহকারি জজ আদালতে মামলা নং অপর ৬৫/২২ ও জেলা দায়রা জজ আদালতে ১২৩/২২ নং মিচ মামলা করিতে বাধ্য হন। ফলে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালত উক্ত জালাল আহমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার শোকচ করেন। হেতু উক্তরুপ কাল্পনিক নাটক সাজাইয়াছেন বিধায় তাহান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি।

প্রতিবাদকারীঃ সাহাব উদ্দিন গং
পিতা হাজী বুজুরুস মিয়া
চিরিঙ্গা মাষ্টারপাড়া, ৮নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা, কক্সবাজার।