আজ, শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



নানা আয়োজনে- জেলায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক ঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ সকালে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

পরে কেন্দ্রীয় শহিদ মিনার ও বধ্যভূমিতে শহিদদের স্মৃতির সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
দিনব্যাপী অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।
এদিকে কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।