রিদওয়ানঃ ২০১৪ সালে দায়েরকৃত কক্সবাজার জেলার এস.টি মামলা নং ১২৯০/২০১৫, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মাতবর পাড়ার নিবাসী শামসুল আলমের পুত্র শহিদুল্লাহকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট বিভাগ (এনেক্স-৩৪)।
একইসঙ্গে তাকে আইন ও কারাবিধি অনুযায়ী সাজার ক্ষেত্রে রেয়াদ দেওয়ার বিষয়ে তাকে সকল সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাকে অবিলম্বে কনডেম সেল থেকে স্বাভাবিক সেলে স্থানান্তর করতেও নির্দেশ দিয়েছেন আদালত।
২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) বিচারপতি এস.এম এমদাদুল হক এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্ট বিভাগ এ রায় দেন।
উচ্চ আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় ছিলেন আপীল বিভাগের আইনজীবী সাবেক সহকারী এর্টনী জেনারেল মোঃ আলমগীর কবির এবং তার সহকর্মী হিসেবে ছিলেন আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc