চকরিয়া অফিসঃ
চকরিয়া পৌর শহরে সাবেক আওয়ামী সরকারের ক্ষমতার দাপটে জবর দখলে নেয়া মার্কেটের জমি উদ্ধারের দাবীতে ১অক্টোবর বিকেলে চিরিঙ্গা মেইন রোডে বিরোধীয় মার্কেটের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবার। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওয়ারিশি সূত্রে জমি মালিক আলী আহমেদ, মোঃ ওসমান, মোঃ হেলাল, মোঃ জাকারিয়া, মোঃ আবু মুছা মানিক, মোঃ ফারুক, মোঃ ইমরান, মোঃ এহেছান, মো আনোয়ার হোসেন প্রমূখ।
মানববন্ধনে অভিযোগ করেন জমি জবর দখলকারীদের মধ্যে চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়া গ্রামের মৃত আনর আলীর পুত্র আক্তার আহামদ, তাহার পুত্র মোঃ রুহুল আমিন ও মোঃ রাসেল সহ সংঘবদ্ধচক্র জড়িত রয়েছে।
ভুক্তভোগি ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে অভিযোগ ও মানববন্ধনে জানিয়েছেন, চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের চিরিংগা মৌজার আর.এস ১২৩নং খতিয়ানের ২২৫/৬৩৬ দাগের জমি আলী আহমদের পিতা আনর আলী ও চাচা করিমদাদ যৌথ ভাবে রেজিঃ দলিল নং- ৩৭৯, তাং- ১১নভেম্বর’১৯৩৯ ইং মুলে খরিদ করেন। চিরিংগা মৌজার আর.এস ১২৩নং খতিয়ানের ২২৫/৬৩৬ দাগের বি.এস ২৩নং খতিয়ানের বি.এস ৪২২/৮২৭ দাগের উক্ত জমিতে পরবর্তীতে ৫টি দোকান ঘর নির্মাণ করে নিজেরাই শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে থাকেন। পরবর্তীতে উক্ত জমিতে স্থিত ৫টি দোকানঘর ভাগ-বন্টনও হয়। উক্ত সময়ে জমির ওয়ারিশ ছায়েরা খাতুন, রাবেয়া খাতুন, জাইদা খাতুন তাহাদের প্রাপ্ত অংশের দোকান বুঝাইয়া দেয় নাই। অভিযুক্ত আক্তার আহামদ গং ৩টি দোকানে ও মরহুম জহির আহামদের ছেলে-মেয়েরা ২ টি দোকানে জোর পূর্বক ভোগ দখলে নিয়ে আওয়ামীলীগ সরকারের শাসন আমলে সাবেক এমপি জাফর আলমসহ নেতৃস্থানীয় দলীয় লোকের প্রভাবে বাদী পক্ষের প্রাপ্ত অংশের দোকান বুঝাইয়া দেয় নাই। ওই ঘটনায় বিগত ১৩জানুয়ারী’২০১৭ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় দলীয় প্রভাবে রাতের অন্ধকারে সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় উক্ত জমিতে স্থিত দোকান ঘর ভেঙ্গে দিয়ে জমিতে বহুতল বিশিষ্ট পাকা দালান ঘর নির্মাণ করে। তৎসময়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও, বিবাদীগণ অদৃশ্য শক্তির জোরে আইনের ধরা-ছোয়ার বাহিরে থাকে। কিছুদিন পূর্বে আওয়ামীলীগ সরকার পতনের পর বিবাদীগণ পলাতক হয়ে গেলে, আমরা দোকানে তালা বন্ধ করে দেন এবং সেনা বাহিনী কর্তৃক সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দারকে সালিশের দায়িত্বভার অর্পন করেন। অভিযুক্তরা বর্তমানেও হুমকি-ধমকি অব্যাহত রেখেছে বলে মানববন্ধনে অভিযোগ তুলেন
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc